জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২’জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ জেলার শুভ্রডা গ্রামের মৃত রাম দাশের ছেলে শ্রী সুভাষ দাশ (৬২) ও জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের মৃত রবি চন্দ্র দাশের ছেলে শ্রী দিলীপ চন্দ্র দাশ (৪২)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য তাদের শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭’টার সময় আটক করে।
কয়া বিওপি ক্যাম্প কমান্ডার মোঃ নাইমুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার সময় উপজেলার বাগজানা ইউনিয়নের ভুইডোবা সীমান্তের মেইন পিলার ২৮২/৪৩ সাব পিলার এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করলে সীমান্তে দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে অবৈধ সীমান্ত পারাপার অপরাধ আইনের মামলায় তাদেরকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।