ঢাকাWednesday , 22 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেফতার।

    দেশ চ্যানেল
    January 22, 2025 12:03 pm
    Link Copied!

    মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত, সাবেক সাধারণ সম্পাদক ও ২ বারের নির্বাচিত পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে (গোয়েন্দা) ডিবি পুলিশ।

    মঙ্গলবার (২২জানুয়ারি) আত্মগোপনে থাকা  ঢাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬দিগে তেজগাঁও শিল্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও হত্যা চেষ্টার ৬টি মামলা রয়েছে। ঢাকায় গ্রেফতার হওয়া  মেয়র হাবিব এর তথ্যটি জয়পুরহাট সদর থানার ওসি ( ডিবি)আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পারিবারিক সূত্রে জানা যায় যে, হাবিবুর রহমানের স্ত্রী বলেন গত ৫ আগস্টের তার নামে মামলা থাকায় জামিন নিতে ঢাকা হাইকোর্টে যায়। সেখান থেকে ফেরার পথে আনুমানিক বৈকাল চারটার দিকে কে বা কাহারা তাকে অপহরণ করে নিয়ে যায় । অপহরণের পর তার স্ত্রী কাছ থেকে (মুক্তিপণ )টাকা দাবি করা হয়। অপহরণকারীদের ঠিকানা মোতাবেক সেখানে গেলে তারা বারবার পথ পাল্টে নেয়। সাবেক  মেয়র হাবিবুর রহমানের স্ত্রী বাধ্য হয়ে ডিবি পুলিশের সহযোগিতা নেয়। স্ত্রীর তথ্য অনুযায়ী সেখানে গেলে , ডিবি পুলিশের টের পেয়ে অপহনকারীরা পালিয়ে যায় এবং মেয়ের হাবিবুর রহমান হাবিবকে ডিবি পুলিশ তেজগাঁও থানায় সোপর্দ করেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে নিহত হন জেলার পাচবিবি কারিগরি কলেজের ছাত্র নজিবুল সরকার ওরেফ বিশাল এবং জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার শেখপাড়া মহল্লার অটোরিকশাচালক মেহেদী হাসান। নিহত কলেজছাত্র বিশালের বাবা মজিবুল সরকার এবং নিহত অটোরিকশাচালক মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় দুটি হত্যা মামলা করেন। এ দুটি হত্যা মামলাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে আরও ৪টি মামলা করেন আহত শিক্ষার্থীরা। এসব মামলায়ও আসামি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব ।সেখান থেকে জয়পুরহাটে তার বিরুদ্ধে মামলায় হওয়ায় তাকে গ্রেপ্তার করেন।

    এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, তার বিরুদ্ধে দুটি হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে ঢাকা থেকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হবে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST