ঢাকাThursday , 9 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পাঁচ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়া হচ্ছে না।-বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

    দেশ চ্যানেল
    January 9, 2025 12:45 pm
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

    পাচ মাস হতে চললেও উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়া হচ্ছে না। মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান। অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে রিপন বলেন, মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদ অনুসারণ করে বিভিন্ন নিয়োগ দিচ্ছেন। এটা কোনভাবেই কাম্য নয়। তাদের পাঁচ মাস হতে চললেও কেন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয়া হচ্ছে না। কেন তারা অনুসরণীয় হচ্ছে না। তারা বিভিন্ন কমিশনে যেসব কাজ করছেন, তা প্রচার করে বেড়াচ্ছেন। এটা কোন নিয়মের মধ্যে পড়ে না। ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান। তাদের এ কয়েক মাসের কার্যক্রমে এদেশের মানুষ সন্তুষ্টি হতে পারেনি। তাই নির্বাচন নিয়ে গণতন্ত্রকে সমন্নুত রাখার আহবান তার।

    সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম,কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

    সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এসময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST