মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলার স্বনামধন্য কলেজ হিসাবে পরিচিত পাথরাজ সরকারি কলেজ। আজ অধ্যক্ষ মহোদয়ের শেষ কর্ম দিবস। পাথরাজ সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যদের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ রুহুল আমিন লিটন, প্রভাষক বেগম সেলিনা আক্তার, প্রভাষক আঞ্জুমান আরা,প্রভাষক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক কামরুম মরিনা, প্রভাষক নিয়ামুল হাবিব, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক লাইলী বেগম সহ সকল শিক্ষক শিক্ষিকা গন উপস্থিত ছিলেন।এ সময়ে বিদায়ী অধ্যক্ষ মহোদয় বলেন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। আজকের এই নিয়মে সকলকেই একদিন চাকুরী থেকে অবসরে চলে যেতে হবে।সকলেই আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহতালা যেন আমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করি।