মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠী কতৃক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে “দেশিয় শুদ্ধ সংস্কৃতি হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার” এই প্রতিপাদ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনির্বান শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল কাশেম, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক অশ্রু বড়ুয়া, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রশিক্ষক অরুণ শর্মা, আবৃত্তি প্রশিক্ষক শহীদুল্লাহ্, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সবিতা চাকমা, অনির্বান শিল্পী গোষ্ঠীর সদস্য মারিয়াম আক্তারসহ প্রমুখ।
প্রতিযোগিতায় গান, নাচ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বাদ্যযন্ত্র (তবলা) প্রতিযোগিতায় ৮০ জনের মত প্রতিযোগি অংশগ্রহণ করেন।