মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ১৩ অক্টোবর সোমবার সকাল ১১.০০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সুমন মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পানছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আগুন নির্বাপণ প্রক্রিয়া ও সরঞ্জাম ব্যবহারের একটি বাস্তব মহড়া প্রদর্শন করে। এই মহড়ার মাধ্যমে উপস্থিত অতিথি ও জনসাধারণকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয় বলে জানান আয়োজকরা।