ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পানছড়িতে জন প্রতিনিধিদের হুমকির প্রতিবাদে সাজেকও বাঘাইছড়ির দুই স্থানে বিক্ষোভ

    দেশ চ্যানেল
    January 10, 2024 1:22 pm
    Link Copied!

    রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর ঠ্যাঙাড়ে বাহিনীর হুমকি ও চাঁদাবাজির প্রতিবাদে এবং অবিলম্বে ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    আজ বুধবার (১০ জানুয়ারি ২০২৪) দুপুর ১:০০টায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
    বঙ্গলতলী এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মধ্য দোকান থেকে শুরু হয়ে করেঙাতলী-বাঘাইহাট সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
    সমাবেশে সত্য চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বিরো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পণা চাকমা ও পিসিপির বাঘঅইছড়ি উপজেলা সভাপতি কিরণ চাকমা।
    সমাবেশে অর্পণা চাকমা বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে প্রহসনমূলক দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে। দেশের প্রায় ৮০% মানুষ এই নির্বাচন বর্জন করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট বর্জন করায় সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচিত জনপ্রতিনিধি ও মুরুব্বীদের হুমকি দিচ্ছে, মারধর করছে ও মোটা অংকের চাঁদা দাবি করছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না।
    তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানান।
    অর্পণা চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে প্রহসনমূলক একতরফা নির্বাচন জনগণের ওপর চাঁপিয়ে দিয়ে আবারো ক্ষমতা কুক্ষিগত করেছে। কিন্তু জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে।
    পিসিপি নেতা কিরণ চাকমা বলেন, পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীরা বিপুল চাকমাসহ চার খুনের ঘটনায় জড়িত। এক মাসেও প্রশাসন খুনিদের গ্রেফতার না করে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়ে জনপ্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টি করছে।
    তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
    সমাবেশের সভাপতি বিরো চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের কাছে খেলো হয়ে পড়েছে। এ সরকারকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের জনগণ বৈধতা দেয়নি। যার কারণে সরকার-সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের দিয়ে খুন-খারাবিসহ জনপ্রতিনিধিদের হুমকি-ধমকি দিচ্ছে ও তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে।
    তিনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সকল ছাত্র-যুব সমাজকে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী ও বিপুলসহ ৪ খুনে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    অপরদিকে একই সময় সাজেক ইউনিয়নের মাচলঙেও উক্ত চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সেখানে মিছিল পরর্বতী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে ও শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার নেত্রী মানসি চাকমা, হিল উইমেন্স ফেডাশেনের বাঘাইছড়ি উপজেলা শাখার সুমা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা।
    বক্তারা অবিলম্বে পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST