ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন।

দেশ চ্যানেল
August 12, 2025 12:37 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ খ্রি. উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে জাতীয় যুব দিবসের শপথ বাক্য পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মূল আলোচনা পর্ব, যেখানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা, আত্মকর্মসংস্থান, নৈতিক মূল্যবোধ এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। তিনি তাঁর বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন। তিনি যুবকদের আইন মেনে চলা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন। তিনি সরকারের বিভিন্ন যুব উন্নয়ন কর্মসূচি, বিশেষ করে যুব ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় স্বপ্ন সিডি ক্লাব ও বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকার যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST