ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

দেশ চ্যানেল
August 27, 2025 5:55 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়িতে জনসচেতনতা ও দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততার লক্ষ্যে স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট বুধবার সকাল থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন পানছড়ি উপজেলার স্বনামধন্য চারটি প্রতিষ্ঠান। পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র হাই স্কুল।

বিতর্ক প্রতিযোগিতাটি দুটি রাউন্ডে সম্পন্ন করা হয়। প্রথম রাউন্ডে যুক্তিতর্ক ও বিতর্কে অংশ নেয় সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র হাই স্কুল ও পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়। এই অংশে বিজয়ী হয় সানরাইজ কিন্ডারগার্ডেন জুনিয়র হাই স্কুল এবং পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় যুক্তিতর্কে ও বিতর্কে জয়লাভ করেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের বিজয়ী দল সানরাইজ কিন্ডার গার্ডেন ও পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তি এবং বিতর্ক চালিয়ে যান। বিচারকদের রায় সকল দলের উপস্থাপন অত্যন্ত চমৎকার ছিল বলে মন্তব্য করেন বিচারক মন্ডলী। বিচারকদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম স্থান অর্জন করেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অর্জন করেন সানরাইজ কিন্ডার গার্ডেন জুনিয়র হাই স্কুল ও তৃতীয় হয়েছেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেঘবিন্দু চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, এ ছাড়া আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম।

উক্ত বিতর্ক প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য বিচারক মন্ডলীতে ছিলেন নুরুল করিম ইউ আর সি অফিসার পানছড়ি, কিরন চাকমা অধ্যক্ষ চেঙ্গি সারিবালা মহাবিদ্যালয়, অরুন কুমার চাকমা মাধ্যমিক শিক্ষা অফিসার পানছড়ি। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সুলতান মাহমুদ সহকারী শিক্ষক পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, এবং টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল খায়ের দলনেতা যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা ইউনিট। সার্বিক সহযোগিতা করেছেন যুব রেডক্রিসেন্ট পানছড়ি উপজেলা টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST