ঢাকাMonday , 6 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবলে চ্যাম্পিয়ন বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ।

দেশ চ্যানেল
January 6, 2025 4:22 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

পানছড়ি ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারী (সোমবার) বিকেলে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য বেলা ২টা থেকেই হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে মাঠে।

দর্শকভরা মাঠে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য। খেলাটি প্রাথমার্ধে গোলশূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন।

বিয়া বাঁশি একাদশের শরীফ মাহামুদ ছোটন সেরা গোলরক্ষক ও জুবাইর ইমন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST