মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫। ২৫ মে রোববার সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। তিনি উপস্থিত জনগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত ও নিরাপদ রাখার আহ্বান জানান।
ভূমি মেলায় উপজেলার ৭টি মৌজার মৌজা প্রধানগণসহ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে স্থাপিত বিভিন্ন তথ্যবহুল স্টল ঘুরে দেখেন ইউএনও ফারহানা নাসরিন। মেলায় অংশগ্রহণকারীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলা প্রশাসনের এই আয়োজন ভূমি ব্যবস্থাপনা সহজীকরণ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।