ঢাকাTuesday , 10 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পানছড়িতে মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত।

    দেশ চ্যানেল
    December 10, 2024 4:56 am
    Link Copied!

    স্টাফ রিপোর্টার, খাগড়াছড়িঃ

    পানছড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চমৎকার এক ফাইনাল। ৯’ডিসেম্বর (সোমবার) বিকাল তিনটা থেকে উপজেলার আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইয়ুব নগর যুব সংঘ।

    জানা যায়, উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টুর্ণামেন্টের আয়োজন করেছিল পাইলট ফার্ম যুব সমাজ। ৯ ডিসেম্বরের স্বপ্নের ফাইনালে অংশ নেয় আইয়ুব নগর যুব সংঘ বনাম কলাবাগান ফনিক্স ক্লাব। ফাইনালে দর্শকের করতালিতে মাঠ ছিল মুখরিত। নির্ধারিত সময়ে খেলা ছিল দুই দুই গোলে সমতা। পরিশেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। এত আইয়ুব নগর ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছৈয়দ এম.এ বাশার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহজাহান কবির সাজু, আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন ইমন, পাইলট ফার্ম যুব সমাজের সভাপতি সাইদুল আলম, ক্রীড়া সংগঠন কাউছার আলম ও আবদুল করিম প্রমুখ।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST