ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসইডিপি এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
July 23, 2025 10:59 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পানছড়ি উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৩জুলাই বুধবার সকাল ১০.৩০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমু ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসার। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী, তাদের অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও গর্বে আপ্লুত হয়। অনুষ্ঠানের শুরুতেই দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত, শিক্ষা অর্জনের মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দারা একদিন দেশ ও জাতীর কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।

এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST