মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে ৫নং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মোল্লাপাড়া এলাকার বিএনপি পরিবারের সাথে সাংগঠনিক সভার আয়োজন করেছে মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার মধ্য মোল্লাপাড়া এলাকায় এই সভার আয়োজন শুরু হয়। সভায় মোল্লা পাড়া ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুবদলের আহবায়ক মো.আফসার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সভায় বক্তারা বলেন, আওয়ামী শাসনে শান্তিপূর্ণ ভোট হয় নাই। কেউই ঠিকমতো ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। সেই সাথে বিএনপি পরিবারকে সবসময়ই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে নির্যাতন, নিপিড়ন করেছে এই আওয়ামী সন্ত্রাসীরা।
এছাড়াও আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ভোট সংগ্রহ করতে উপস্থিত সকলের নিকট আশাব্যক্ত করেন অতিথিরা।