মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়িতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সন্দেহভাজন মালামালসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী পানছড়ি সাবজোন।
২২জুলাই মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক ২ নং গেইট সংলগ্ন এলাকায় একটি সিএনজি আটক করা হয়, যেটি খাগড়াছড়ি শহর থেকে রুপসেন পাড়ার দিকে যাচ্ছিল। তল্লাশির সময় সিএনজি থেকে চন্দন ত্রিপুরা (৪০), নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি খাগড়াছড়ি পেরাছড়ার ১ নং প্রকল্প এলাকার সুতম ত্রিপুরার ছেলে।
পানছড়ি সাবজোন কর্তৃক তল্লাশি চালিয়ে সিএনজি থেকে বক্স কার্টুন ০১টি, স্কুল ব্যাগ ০৫টি, সিঙ্গেল বেডশীট ০৮টি, হাফ প্যান্ট ০১টি, এলআরপি ট্যান্ট ০১টি, স্ক্রু ড্রাইভার ০৪টি উদ্দার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন ত্রিপুরা দাবি করেন, বক্স কার্টুনটি তার নয়, তবে বাকি মালামালগুলো তার নিজের। পরবর্তীতে কার্টুনটি খুলে ভেতর থেকে পাওয়া যায় ওয়াকিটকি ১০টি, ব্যাটারি ২০টি, চার্জার ১০টি। আরও জিজ্ঞাসাবাদে চন্দন ত্রিপুরা জানান, “স্বপ্ন কম্পিউটার, খাগড়াছড়ি” নামক একটি প্রতিষ্ঠান হতে ০১৭২৮১৪৫৭৬৪ নম্বর থেকে তাকে ফোন করে নির্দেশনা দেয়া হয়, যেন তিনি এ জে আর কুরিয়ার সার্ভিস থেকে কার্টুনটি সংগ্রহ করে তা পুজগং মধুমঙ্গলপাড়া সিএনজি ওয়ার্কশপে পৌঁছে দেন। তবে ওয়ার্কশপ মালিক জানায়, সে কোনো অর্ডার করেনি এবং এ বিষয়ে সে কিছুই জানে না।
এ জে আর কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, তারা কার্টুনটির ভেতরের উপকরণ সম্পর্কে অবগত নয় এবং যেই ঠিকানায় (স্বপ্ন টেলিকম, খাগড়াছড়ি) পার্সেলটি পাঠানো হয়েছিল, এমন কোনো প্রতিষ্ঠান বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দেয়া হলেও সংশ্লিষ্ট নম্বর থেকে ফোন রিসিভ করা হয়নি। জানা যায়, কার্টুনে থাকা ওয়াকিটকি ও আনুষঙ্গিক সরঞ্জামাদি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত INFO TOUCH TECHNOLOGY (ফোন: ০১৬১৮৮৫৩৪৩৯) নামক দোকান থেকে কেনা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে, তারা ক্রেতার পরিচয় বা বিস্তারিত কিছু জানাতে পারেনি।
চন্দন ত্রিপুরা দাবি করেন, তিনি এ সকল বিষয়ের কিছুই জানেন না। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে তার কাছে এমন সামগ্রী বহন ও ব্যবহার সম্পূর্ণ অনৈতিক এবং সন্দেহজনক। ধারণা করা হচ্ছে, এই মালামাল স্থানীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তদন্তের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে মামলা পক্রিয়াধীন।