মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তে ভারতীয় পন্য আটক করেছে বিজিবি’র লোগাং জোন (৩ বিজিবি) আওতাধীন গিলাতলী বিওপির টহল দল। রবিবার (৭ সেপ্টেম্বর) এসকল মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানাযায়, পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোনের অধীনস্থ গিলাতলী বিওপির টহল দলের কমান্ডার নায়েব সুবেঃ মোঃ আইউবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল টহল দেওয়ার সময় বাংলাদেশের অভ্যান্তরে বহির মুখে নিম্নোক্ত মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছেঃ-সিস্টেম প্লাস ২০ বোতল, হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট, knapshack স্প্রে মেশিন ১টি, রসুন ২০ কেজি, জামা ৩টি, চেপা শুটকি ১১কেজি, জুতা ৪জোড়া, প্রাণ লাচ্চি ১২ পেকেট, রাইচ ১০ইসি, প্রবিন ভেট ১টি, এ্যাবাটিন ২টি, প্রমি ইনস্টেন্ট ট্রি ১টি। যার বাজার মূল্য আনুমানিক ৪৮ হাজার ৬শ ২৯ টাকা।
অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে ৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়— সীমান্তে যে কোনো ধরনের অনিয়ম রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।