স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামির ২৯৮ নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ) সকাল দশটা থেকে উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেডমানটিলা, তেতুলটিলা, দমদম ও টিএন্ডটি টিলা এলাকায় দিনভর প্রচারণা চালায় সংগঠনটি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের মধ্যে অবহিত করেন। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি জাকির হোসেন সেক্রেটারি নুরুজ্জামান ও প্রচার সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল গন প্রচারণায় অংশগ্রহণ করেন।
জামায়েত ইসলামের উপজেলা সভাপতি জাকির হোসেন বলেন, জামায়েত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পান তবে সমাজ থেকে সকল প্রকার জুলুম ও অন্যায় দুর্নীতি দূর করবে এবং সকলের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। জামায়েত ইসলামে দুর্নীতি করে না এবং কাউকে করতে দেবে না। তাই আপনারা আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জামায়েত ইসলামীকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিবেন।