মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’তে দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি জেলার পানছড়ি উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে সাধারণ জনগনের জ্ঞাতার্থে এই সাক্ষাৎকারটি জিয়া স্কয়ার মোড়ে প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ উপজেলা বিএনপি, যুবদল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, বাজার ব্যবসায়ীসহ পানছড়ি উপজেলার সাধারণ জনগন।