মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিবিধ সমগ্রী বিতরণ করা হয়।
২৩ নভেম্বর রবিবার লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা হাতিমারায় ২০ জন দুঃস্থ, গরীব ও অসহায় কৃষকের মাঝে ২০ টি স্প্রে মেশিন এবং ২০ জন গরীব কৃষকের মাঝে সার ও ধানের বীজ (সার ১০ কেজি এবং ধানের বীজ ২ কেজি করে) বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম।
উক্ত সার ও ধানের বীজ প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
আগামীকাল ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে, এতে ১১ জন দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৮ জন মহিলাকে ৮টি সেলাই মেশিন, ১ জন দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১টি সৌর বিদ্যুৎ, ১ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১টি নলকূপ, ২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ২ সেট বই, ১০০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ১০০ টি স্কুল ব্যাগ ও ১০০ টি খাতা, ১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ টি ফুটবল, ৪ জন গরীব এবং অসুস্থ রোগীর মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ৪ জন দুঃস্থ, গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করবেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার।

