মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
১৭ আগষ্ট রবিবার সকাল ১০টায় লোগাং জোন (৩ বিজিবি) এর অধীনস্থ কচুছড়িমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কচুছড়িমুখ নামক স্থানে (জোন সদর দপ্তর হতে ২৪ কিঃ মিঃ দূরে অবস্থিত) একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় প্রায় শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী বাঙালি (পুরুষ, নারী ও শিশুসহ) জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরনকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম উপস্থিত ছিলেন। তিনি চিকিৎসা সেবা নিতে আসা সকলের উদ্দেশ্য বলেন, ভবিষ্যতে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন।