– আবুজর গিফারী
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়েছে। এসময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহন করা হয়।
আজ বিকেল ৫ টার দিকে বেড়ার সিএন্ডবি মোড় থেকে একটি ঝাড়ু মিছিল বের করে বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সিএন্ডবি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ মজনু, সাবেক জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহিন মল্লিক, সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদীন মানিক, সাবেক বেড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সরকার কবির উদ্দিন,ছাত্রদল নেতা শহিদ মল্লিকপ্রমুখ। সভায় বক্তারা বলেন জেলা বিএনপির আহবায়ক টাকার বিনিময়ে অযোগ্য ব্যাক্তিদের দায়িত্ব দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করে বেড়া কলেজের সাবেক ভিপি ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানকে আহবায়ক করার দাবী জানান। তা না করা হলে কঠোর আন্দলনের হুশিয়ারী দিয়ে বেড়া-সাঁথিয়ায় হাবিব কে অবাঞ্চিত ঘোষনা করেন। পরে হাবিবের ছবি ও কুশপুত্তলিকা পুড়িয়ে হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে শ্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্যঃ সাঁথিয়া উপজেলা আহবায়ক কমিটি গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে ঘোষনা করা হয়। এ কমিটিতে খাইরুন নাহার খানম মিরুকে আহবায়ক, ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও সালাহউদ্দীন খান (ওসি) কে সদস্য সচিব করে ২৪ সদস্যর আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।