ঢাকাTuesday , 19 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

পাবনার আমিনপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় জনমনে আতংক

দেশ চ্যানেল
March 19, 2024 3:55 pm
Link Copied!

– আবুজর গিফারী

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত এলাকার খাস আমিনপুর কবরস্থান থেকে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত হতে মঙ্গলবার ভোরের কোন এক সময় উক্ত কঙ্কাল চুরির ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন অর রশিদ।

প্রত্যক্ষদর্শী রেখা খাতুন নামের এক মহিলার বরাত দিয়ে ওসি হারুন জানান, ঔই মহিলা মঙ্গলবার ফজর নামাজ শেষে বাড়ির নিকটবর্তী কবরস্থানে কয়েকদিন আগে মারা যাওয়া ভাইয়ের কবর জিয়ারত করতে যান। এ সময় কবরস্থানের মূলপ্রবেশ পথের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। চোরের দল তার উপস্থিতি দেখে দ্রুত ঔ ট্রাকে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান, তারা কবরস্থানের ভেতরে প্রবেশ ১৫ থেকে ১৭টি কবরের ওপর থেকে মাটি অপসারণের চিন্হ দেখতে পান। অনুসন্ধান করে দেখা যায় ঐ সকল কবর থেকে কঙ্কাল গুলো চুরি করে নিয়ে গেছে চোরের দল।

 

জাতসাখিনী ইউনিয়নর ৭ নং ইউপি সদস্য কালাম মন্ডল জানান, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে চোরেরা কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা।

 

তিনি ঘটনাটি আমিনপুর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে যে কঙ্কাল গুলো চুরি হয়েছে সেগুলো পুরানো কঙ্কাল হওয়ায় কাদের কঙ্কাল চুরি হয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী খাস আমিনপুর গ্রামেন রেখা পারভীন জানান, তিনি ফজর নামাজ আদায় করে কবরস্থানে ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখেন একটি ট্রাক কবর স্থানের পাশে দাঁড়িয়ে রয়েছে। ভেতরে অবস্থান করা কালো কাপড় পরিহিত মুখ ঢাকা ৬/৭ জন মানুষ তার উপস্থিতি টের পেয়ে একটি বস্তা হাতে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি ভয়পেয়ে দ্রুত কবরস্থান থেকে বাড়ি ফিরে আসেন। তিনি জানান এমন ঘটনা এ এলাকাতে প্রথম হওয়ায় তিনি কল্পনাতে আনেননি যে কঙ্কাল চুরির ঘটনা ঘটতে পারে। পরে লোকমুখে শুনতে পান তার দেখা ঐ মানুষগুলো সংঘবদ্ধ কঙ্কাল চোর ছিল ।

 

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান,মঙ্গলবার ভোরে স্থানীয় ইউপি সদস্য কালাম মন্ডল তাকে জানান আমিনপুর নতুন বাজার এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঐ কবরস্থান পরিদর্শনে যান। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।তবে এ বিষয়ে আমরা কাজ করছি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST