আবুজর গিফারীঃ
কাশীনাথপুরে চলন্ত ট্রাকের সাথে ভ্যানের সড়ক দুর্ঘটনায় মাথা বিচ্ছিন্ন হয়ে এক ভ্যান চালক মৃত্যুবরণ করে।
পাবনা আমিনপুর থানার অন্তর্গত কাজিরহাট রোড (কাশিনাথপুর মোড়ে) পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সকাল ৭.১০মিনিটে ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সরাসরি সংঘর্ষ হলে ভ্যানচালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ হয়েছে। নিহত ভ্যান চালকের নাম, মোঃ মোজাম্মেল হোসেন(৫৫), পিতা- মৃত আমজাদ শেখ, সাং- সিন্দুরী, আমিনপুর, পাবনা।
প্রত্যক্ষদর্শীরা জানান যে, দ্রুত গতিতে একটি ট্রাক এর সাথে চলন্ত ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি পার করে চলে যাওয়ার পর দেখা যায় যে, নিহত ভ্যানচালক মোজাম্মেল এর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক গজ দূরে পড়ে আছে আর তার মাথা বিচ্ছিন্ন দেহ বীভৎস মাংসপিণ্ডের মত ছড়িয়ে আছে। নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর জন্য মুহূর্তের মধ্যে ঝরে গেল তাজা একটি প্রাণ।