– আবুজর গিফারী
পাবনার বেড়া উপজেলায় ১৭ মার্চ, ২০২৪, রবিবার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বেড়া উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল সাড়ে নয় টায় বঙ্গবন্ধুর ম্যুড়ালে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ হইতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া।
আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর শিশু, কৈশোর, যৌবন, ছাত্র জীবন ও রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের উপরে বিভিন্ন তথ্য মূলক আলোচনা করেন। এবং জাতীয় শিশু দিবসের উপরেও আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বলেন বঙ্গবন্ধু শিশুদেরকে খুব ভালবাসতেন এবং বলতেন শিশুরাই জাতির ভবিষ্যৎ। কাজেই সকল প্রচেষ্টা দিয়ে শিশুদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার উপর সবাই একমত প্রকাশ করেন। বক্তাগণ বলেন, শিশুদের স্বার্থ রক্ষার জন্য আলাদা শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। উক্ত সভায় আরো বক্তব্য প্রদান করেন, বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, বেড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মহোদয়, বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল হান্নান, বেড়া মডেল থানা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়, বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীদের মাঝে বেড়া আল হেরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বেশ সাফল্য দেখিয়েছে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর দর্শনের উপরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।