মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
গত কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় বোদা বাইপাস মোড়ে মারাত্মকভাবে আহত হন ইসুব আলী, প্রথমে তাকে বোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবংপ্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, এবং এক পায়ের অবস্থা ভালো না থাকার কারণে ডাক্তারের পরামর্শ মতে পা কেটে ফেলতে হয়। জানা যায় মোঃ ইউসুফ আলীর বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের কাহার গঞ্জ গ্রামে ,খবর পেয়ে কাহার গঞ্জ গ্রামে ছুটে যান মানবিক সংগঠন সংকল্প সংঘ এবং আর্থিক সহায়তা স্বরূপ একটি গাভী, এক বস্তা চাল, সয়াবিন তেল মসুর ডাল ছোলা সহ প্রয়োজনীয় কাঁচাবাজার ও ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন।এবং পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন। বোদা উপজেলা নাজিরপাড়া গ্রামের বাসিন্দা সাবেক বন বিভাগের কর্মকর্তা মোঃ মিন্টু গণমাধ্যম কর্মীদের জানান সংকল্প সংঘ মানবতার সংগঠন, অসহায় ও দুস্থদের একমাত্র আশার আলো সংকল্প সংঘ। এর আগে আরো অনেক অসহায় দুস্থ ব্যক্তিদের নানা রকম সাহায্য সহযোগিতা করেছেন সংকল্প সংঘ।