ঢাকাSunday , 29 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পিলাক ছড়ায় বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

দেশ চ্যানেল
October 29, 2023 9:24 am
Link Copied!

যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-

খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন রামগড় উপজেলা রামগড় ইউনিয়নের ০১নং ওয়ার্ডের পিলাক ছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।
২৯ অক্টোবর রবিবার ভোর রাত্রে রামগড় উপজেলার ০১নং রামগড় ইউনিয়নের ০১নং ওয়ার্ডে পিলাক ছড়া নামক স্থানে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি অভিযান চালিয়ে মাদক দ্রব্য ভারতীয় মদ জব্দ করেন। রামগড় জোন সদর দপ্তরের আওতায় লাচারি পাড়া বিওপির কর্মরত হাবিলদার মোঃজাকির হোসেন নেতৃত্বে ৬ জন সদস্যের একটি টহল দল এ-ই ভারতীয় মদ জব্দ করে। উলেখ করেন -গোপন সংবাদের ভিত্তিতে পিলাক ঘাট -পিলাক ছড়া নামক স্থানে অভিযান চালায় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি এবং অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে অবৈধ মালামাল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। এসময় বিজিবি ও-ই স্থানে তল্লাশি করলে মালিকবিহীন ভারতীয় ৫১ পিচ মদ জব্দ করে।যার বর্তমান বাজার মূল্য ৭৫,০০০/-(পঁঞ্চাত্তর হাজার) টাকা।জব্দকৃত মদ ধ্বংস করার জন্য রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরে রাখা হয়েছে।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি জোন সদর দপ্তরের লেঃ কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাইমুম জানা -সীমান্তে কোন অবৈধ জিনিস প্রবেশ করার সুযোগ নেই।সীমান্তে কোন কাজের জন্য কাউকে ছাড় /সুযোগ হবে না বলে জানান লে:কর্ণেল । তাই সীমান্ত রক্ষার্থে যে কোন ধরনের কার্যক্রম মোকাবেলা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST