রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
হাইকোর্টের জামিনে কারামুক্ত ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে পূনরায় জেলগেট থেকে বেআইনিভাবে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটির সাজেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ আগস্ট ২০২৩) পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
সাজেক ইউনিয়নের কিয়াংঘাট থেকে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি হাজাছড়া ঝর্ণ এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সত্য চাকমার সঞ্চালনায় ও অজল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাজেক থানা শাখার সভাপতি রুপসী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পণা চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের দাপট এতটাই বেড়ে গেছে যে, দেশের উচ্চ আদালতের আদেশও এখানে অকার্যকর হয়ে পড়েছে। গত ৩ আগস্ট ২০২৩ হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত হওয়া ছাত্রনেতা কুনেন্টু চাকমাকে রাঙামাটি জেলা কারাগারের ফটক থেকে সেনাবাহিনী কর্তৃক পূনরায় আটকের ঘটনা তারই প্রকৃষ্ট উদাহরণ। বক্তারা কুনেন্টু চাকমাকে এই বেআইনি আটক ও নতুন মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন নেই উল্লেখ করে বলেন, দেশের সংবিধানে প্রত্যেক নাগরিককে আইনের আশ্রয় লাভের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সংবিধান ও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা আইন-আদালতকে তোয়াক্কা করছে না। ফলে এখানে অন্যায়-অবিচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
সমাবেশে থেকে বক্তারা অবিলম্বে অন্যায় ধরপাকড় বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে কুনেন্টু চাকমাসহ আটক সকল নেতা-কর্মীর মুক্তি, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং সেনাশাসন প্রত্যাহারপূর্বক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।