মোঃ মুন্না আলী পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
ঈদকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের বাঁশ বাড়ি এলাকায় একই রাতে দুইটি বাড়িতে তিনটি গরু ও দুটি খাসি চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় ছোট বড় চুরি লেগেই থাকে। সকলে আদিবাসী জগন্নাথ মর্মুর বাড়ি থেকে কান্না চিৎকার শুনে আমরা এসে দেখি একটা ধেনু( গাভীন) গরু একটি ষাঁড় গরু এবং একটি বড় খাসি গোয়াল ঘর থেকে চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে জানতে পারি আরো একটা বাড়ি থেকে আরো একটি ষাঁড় গরু ও কুরবানীর জন্য কিনা খাসি চুরি হয়েছে।
ঈদকে সামনে রেখে চুরির ঘটনার ওই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন আমাদের টহোল প্রতিনিয়তই চলছে। আমাদের আন্তরিকতার কোন অভাব নেই বাড়িতে গিয়ে পুলিশের পাহারা দেওয়া সম্ভব নয় মানুষকে আরও সচেতন হতে হবে তাহলে চুরি ছিনতাই কমে যাবে।