পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী) মো:মুন্না আলী।
রাজশাহীর পুঠিয়ায় ২৫ কেজি গাঁজা সহ (৩) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ।
আজ বৃহস্পতিবার (৬) জুন রাত (২.৩০) এর দিকে পুঠিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তানোর উপজেলার হরিশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নাজমুল হক (২৮) মহানগরীর বাজারপাড়া থানার বশরী হাইটেক পার্ক এলাকার মতিউর রহমানের ছেলের রুবেল হোসেন( ৩০) ও নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কোয়ামত উল্লার ছেলে হাবিবুর রহমান( ৪৫)
র্যাব -৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার ভোর রাতে পুঠিয়া বাজার এলাকায় র্যাবের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাজা একটি পিকআপ তিনটি মোবাইল চারটি সিম কার্ড ও নগদ ৯ হাজার টাকা সহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।