মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন খান, সাবেক মেয়র, পুঠিয়া পৌরসভা। মোঃ নজরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান, পুঠিয়া রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার চারঘাট। মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার, রাজশাহী। মোঃ করির হোসেন,অফিসার্স ইনচার্জ পুঠিয়া থানা। মোঃতৌফিকুর রহমান আহবায়ক, জেলাপ্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া রাজশাহী।
আজকের ম্যাচ পুঠিয়া উপজেলা ও চারঘাট উপজেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ৫-০ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দল জয়লাভ করে।