মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। পুঠিয়া এবং বেলপুকুর থানার অফিসার্স ইনচার্জ।এছাড়াও আরো অনেক জ্ঞানী গুণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ ও কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।