মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৪ নং ভালুকগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
আজ ২ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় ভালুকগাছি ইউনিয়নের এস আর জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ভালুকগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবীন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল আহমেদের তথ্য সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওয়াসিম আলী।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক মিলন সদস্য সচিব পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আলাল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ। দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আপনারা সেই দিক থেকে সজাগ থাকবেন। দেশের যেকোন বিপদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে তা প্রতিহত করার জন্য। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। দেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ। পরে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।

