মোঃ শরিফুল ইসলাম পুঠিয়া উপজেলা প্রতিনিধি
বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়া উপজেলায় পালোপাড়া তাহেরের মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া দুর্গাপুর আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমার বাবাকে আপনারা যেভাবে পুঠিয়া দুর্গাপুরের জনগণ ভালোবেসেছিলেন তেমনি করে আমাকেও ভালোবেসে সাদরে গ্রহণ করেছেন। এই ভালোবাসার ঋণ আমি কোনদিনই শোধ করতে পারবো না।আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যদি আমাকে সুযোগ দেন তাহলে আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করবো। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল। দুর্গাপুর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সেলিম রেজা। পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মাস্টার। বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি। পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুদা বাবু। পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মতি। পৌর যুবদলের সাবেক সভাপতি নেফউর রহমান সুমন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জিয়াউর রহমান। দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন। দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল ওহাব। দুর্গাপুর উপজেলার বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম। ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন। বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ। বেলপুকুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুদ্দিন।রাজশাহী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আরাফাত রহমান সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার। উক্ত আলোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন পুঠিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সাফি মাহমুদ।