মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে সপ্তাহব্যাপী মূল্যায়ন, সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন, এ সময উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মৎস্য চাষীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জসিম উদ্দীন বলেন, “মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি যুব সমাজকে মাছ চাষে উৎসাহিত করতে হবে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে।” সভাপতির বক্তব্যে প্রিয় কান্তি চাকমা বলেন, “পানছড়ি উপজেলায় অনেক চাষি এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছে। সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সবাই যদি এগিয়ে আসে তবে এ খাত একদিন বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস হবে।”
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মৎস্য চাষীদের নিয়ে উন্মুক্ত আলোচনা হয়, যেখানে চাষীরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দর্শকদের মুগ্ধ করা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।