লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
লোহাগড়ার কালনা মধুমতি সেতুর গোড়ায় (লোহাগড়া অংশে) ঈদ উল আযহা উপলক্ষে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। মেলার গেটের ব্যানারে লেখা আয়োজনে ৭নং লোহাগড়া ইউনিয়নবাসী। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, মেলার জন্য পুলিশের কোন অনুমতি নেয়া হয়নি। জনমনে, প্রশ্ন জেগেছে কাদের ক্ষমতায় চলছে মেলা। অন্তত ৮০টি দোকান বসেছে। সেখান থেকে টাকা নিচ্ছে কারা। শিশু বিনোদনের নামে ঝুঁকিপূর্ণ কিছু রাইড রয়েছে। নেয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। মোটরসাইকেল গ্যারেজের নামে চলছে চাদাবাজী, মেলাকে ঘিরে যানজট সৃষ্টি হচ্ছে। ওই এলাকার একদল যুবক মেলাকে ঘিরে অর্থ বাণিজ্য করছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া ওই এলাকা নিষিদ্ধ আওয়ামীলীগের ঘাটি হিসাবেই পরিচিত। মেলাকে ঘিরে ছিনতাই, হামলা, সড়ক দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। অনেক রাত পর্যন্ত চলছে মেলা। লোহাগড়া ইউনিয়ন পরিষদের একজন মেম্বর জানান, একটা চিঠি ছেলেপেলে দিছিল। কার অনুমতিতে মেলা চলছে জানিনা। তবে, মনে হয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগের কারো কারো শেল্টারে মেলা চলছে।
মেলা বন্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ আশা করছে লোহাগড়াবাসী।