আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ও শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের চার সদস্য- এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম আহত হয়েছেন। তারা সকলেই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল শেরুয়া দহপাড়ায় অভিযান চালায়। সেখানে হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। গ্রেপ্তারের পর পুলিশ সদস্যরা সিরাজুল ইসলামকে নিয়ে থানায় ফেরার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং আসামির ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।