সাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পোরশায় গত ২৪ঘন্টায় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১২জন নেতাকর্মীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটকৃতরা হলেন ১/ উপজেলার খরপা দক্ষিনপাড়ার ময়েজ উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন, ২/ নিতপুর দিয়াড়াপাড়ার সারফুদ্দীনের ছেলে ওয়াসিম আকরাম, ৩/ শরিয়ালা গ্রামের জাকির হোসেনের ছেলে বাবুল, ৪/ ঘাটনগর কাজিপাড়ার মৃত মাহাতাব উদ্দীন কাজীর ছেলে মোশাররফ হোসেন, ৫/ ঘাটনগর বাঙ্গাবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, ৬/ চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল আলিম, ৭/ ঘাটনগর কাজীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, ৮/ ঘাটনগর কাচারীপাড়া গ্রামের মৃত খোকার ছেলে নজরুল ইসলাম, ৯/ গোপীনাথপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম, ১০/ ঘাটনগর চকনামাজু গ্রামের নজির উদ্দীন সরদারের ছেলে নাজিম সরদার, ১১/ সারাইগাছী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মজিবর রহমান, ১২/ বারিন্দা গ্রামের আব্দুস সালামের ছেলে ময়নুল ইসলাম। পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আটকৃত নেতাকর্মীদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।