বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।
নওগাঁর পোরশা সীমান্তে টহল দেওয়ার সময় ১০৮০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইসরাফিল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ১৬ বিজিবি। মঙ্গলবার (০৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রাঙ্গাপুকুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। রাত ২ ঘটিকার দিকে সীমান্ত মেইন পিলার ২৩১/৩ এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাপুকুর গ্রামের বটতলী মাঠের ব্রিজের পাশে একটি সরিষা ক্ষেতে সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি। এসময় তল্লাশি চালিয়ে ১০৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ভিভো (vivo y18) মোবাইল ফোন এবং ২টি গ্রামীণফোন সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির নাম মোঃ ইসরাফিল (২৪) তিনি পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে।
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং মোবাইল ফোন পোরশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

