ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, বুধবার বিকালে পোরশা সীমান্তের নিতপুর ২৩০/১০ এস পিলার হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে চোরাচালান হচ্ছে জানতে পেরে বিজিব’র টহল দল অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৫টি ভারতীয় মহিষ ও ২টি ভারতীয় ষাড় গরু আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা।
পশুগুলো আটকের পর পতœীতলা কাস্টম অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনস্ত নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান।