নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর রাজশাহী:
১৭ (অক্টোবর) বাংলা দর্পন নামের
একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ও সোস্যাল মিডিয়াতে ‘রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,দুর্গাপুর উপজেলার সদস্য সচিব আব্দুস সবুর বুলেট আলিপুর জামাই মেলায় হামলার শিকার। ’ শিরোনামে প্রকাশিত(ভিডিও ক্লিপ) সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া ভূয়া নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে আলীপুর মেলাতে কিছু বখাটেদের সাথে ছাত্রদলের কর্মীদের বাগবিতণ্ডা হয়, পরে আমি সেখানে গিয়ে বিষয়টি ভুলবোঝাবুঝির মীমাংসা করে দেই। বিষয়টি ভিডিওতে ও স্পষ্ট বোঝা যায়। এখানে একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। আমার বিরুদ্ধে উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।