ঢাকাThursday , 3 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর হাত থেকে’বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’পেলেন তেঁতুলিয়ার ইউএনও

দেশ চ্যানেল
August 3, 2023 12:11 pm
Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন তেঁতুলিয়ায় ইউএনও সোহাগ চন্দ্র সাহা।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসেবায় উদ্ভাবন শ্রেণিতে তেঁতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করেন তিনি।পুরস্কার হিসেবে স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের), রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত সম্মাননাপত্র, সম্মানা ক্রেস্ট ও ব্যক্তিগত অবদানের জন্য চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সেবার কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জনসাধারণের দোরগোরায় পৌছে দিতে নাগরিক সেবাসমূহকে ডিজিটাল ক্যাশলেসের মাধ্যমে অনলাইন ইউপি ও পৌরসভা সিস্টেম বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের মাধ্যমে একটি অনলাইন প্লাটফর্ম , অনলাইন ইউপি সেবা সিস্টেম ইউনিয়ন টেক্স.গভ. বিডি ও অনলাইন পৌরসভা সিস্টেম পৌরসভা ডট.গভ.বিডি সফটওয়ার তৈরি করেন এবং এটুআইয়ের ই-পেমেন্ট সিস্টেম গেটওয়ে সমন্বয় করে ক্যাশলেস পদ্ধতি সেবামূলক ব্যবস্থা গ্রহণ করেন।
এর ফলে দেশে বা বিশ্বের যেকোন স্থান থেকে সেবা প্রার্থীগণ তাদের কাংখিত সেবা প্রার্থীর জন্য বর্ণিত সফটওয়ারের মাধ্যমে বিনা ভ্রমনে অনলাইনে আবেদন দাখিল ও সেবা গ্রহণের সুবিধা পাচ্ছেন।

এর আগেও ২০১৯ সালে প্রথম ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানে ‘কারিগরি-সরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি) ’ (জেলা পর্যায়) ক্যাটাগরিতে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেয়েছিলেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা । ডিজিটাল ইউনিয়ন ট্যাক্স ও সেবা সিস্টেম বাস্তবায়নে এ পুরস্কার পেয়েছিলেন। নাগরিকেরা যাতে ঘরে বসেই ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে দেওয়ার জন্য একটি ডিজিটাল প্লাটফর্মwww. uniontax. gov. bd তৈরির উদ্যোগ নিয়ে তার নাম দিয়েছিলেন ‘ডিজিটাল ইউনিয়ন ট্যাক্স ও সেবা সিস্টেম’।
সোহাগ চন্দ্র সাহা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার। তিনি অনলাইন প্লাটফর্ম সহজে ক্যাশলেস ইউপি এবং পৌরসভার পৃথক উদ্যোগের ফলে জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত হয়েছেন । এটি একটি ব্যক্তিগত অবদান।

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’-পাওয়ার পর মুঠোফোনে সোহাগ চন্দ্র সাহা জানান, এ পুরস্কার আমার কাজের গতি, দায়িত্ববোধ ও সৃজনশীলতার উদ্ভাবনী চিন্তাকে বাড়িয়ে দিল। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার কর্মরত উপজেলার সবাইকে ধন্যবাদ যারা আমাকে এ কাজে সহযোগিতা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।তারাই আমাকে কাজের শক্তি জুগিয়ে এ সম্মান অর্জনের সুযোগ করে দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST