ঢাকাMonday , 30 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

দেশ চ্যানেল
October 30, 2023 1:11 pm
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা জজ্ আদালতের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা জজ্ব আদালতের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইনজীবী মজিবুল হক, মিলন কুমার ব্যানার্জি, সেলিম আজাদ, কামরুল ইসলাম, তাজিনুর রহমান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, বিচারপতির বাসভবনে জামাত বিএনপির হামলার ঘটনার খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার মাধ্যমে জামাত-বিএনপি সাংবিধানিক পদকে অসম্মানিত করেছে। তারা দেশে শান্তি চায়না এটা প্রমানিত করেছে। হামলাকারীদের কোন ছাড় দেওয়া যাবে না। অতিদ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানবন্ধনে জেলা আইনজীবী সমিতির পাশাপাশি, আওয়ামী আইনজীবী সমিতি, সম্মিলিত আইনজীবী সমিতি একত্মতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST