মোঃ সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামে বিল্লাল হোসেন এর স্ত্রী জিনিয়া খাতুন (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানা পুলিশের বরাতে জানা যায়, নিহত জিনিয়া ও বিল্লাল আপন মামাতো ফুফাতো ভাই বোন। পারিবারিক ভাবে তাদের ৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ১৫ মাস বয়সী একটা বাচ্চা আছে। বর্তমানে বিল্লাল মালদ্বীপ অবস্থান করছে। স্বামী বা শ্বশুর শ্বাশুড়ির সাথে মনোমালিন্যের জেরে রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে জিনিয়া আত্মহত্যা করতে পারে।
নিহতের ভাই ইবরাহীম হোসেন দাবী করেন, বিয়ের পর থেকেই বিল্লাল এবং তার বাবা-মা জিনিয়ার ওপর অত্যাচার করতো। এজন্য বাচ্চা হওয়ার পর তাকে বাবার বাড়িতে এনে রাখা হয়েছিল। পরে বিল্লালের পরিবারের পক্ষ থেকে ভুল স্বীকার করে জিনিয়াকে ফিরিয়ে নিয়ে যায়। গতরাতে তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ইবরাহীম জানিয়েছেন।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মৃতদেহ যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জিনিয়ার পিতা ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মৃত্যুর কারণ উদঘাটন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

