মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সড়কের পাশে দাড়িয়ে থাকা ২ পথচারী নিহত ও আহত হয়েছে ৪ জন। বুধবার সকাল প্রায় ৯ টার দিকে উপজেলার হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।জেলা জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার-গ সার্কেল মেহেদী ইসলাম ঘটনার তথ্যটি নিশ্চিত করেন।নিহত ২ পথচারী হলেন-উপজেলার হাটাবো এলাকার ফেলানের ছেলে রাম দাস(৭০) ও একই এলাকার গোলাম রহমানের ছেলে এবাদুল্লাহ(৭১)।প্রাইভেটকারের ধাক্কার ঘটনায় অনিক,তাহের,রামদাস ও সুরেশ্বর নামের ৪ জন পথচারী আহত হয়।সূএে জানা যায়-বুধবার সকালে সড়কের পাশে দাঁড়িয়ে একে অপরের সাথে কথোপকথন চলছিল।এসময় তাদেরকে হঠাৎ চাপা দেয় একটি দ্রুতগামী প্রাইভেটকার।এতে ঘটনাস্থলেই মারা যান রাম দাস ও এবাদুল্লাহ এবং আহত হন তাহের, রাধামন,সুরেশ্বর ও অনিক নামে ৪ জন।পুলিশ জানায়-ঘটনায় প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।পুলিশ লাশগুলোকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে,ময়না তদন্ত শেষে লাশগুলোকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।