ঢাকাSunday , 8 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

“প্রাকৃতিক দুর্যোগে গৃহপালিত পশুখাদ্যের তীব্র সংকট।

দেশ চ্যানেল
December 8, 2024 11:18 am
Link Copied!

জিয়াউল হক দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনা।

প্রাকৃতিক দুর্যোগের কারনে নেএকোনা জেলার দুর্গাপুর উপজেলায় গৃহপালিত পশুর খাদ্যের সংকট দেখা দিয়েছে।দুর্গাপুর উপজেলার ঝানজাইল একটি ঐতিহ্যবাহী বৃহত্তম বাজার, এখানে সপ্তাহের প্রতি বুধবারে গরু-ছাগলের বিশাল কেনাবেচার হাট বসে, দূর দুরান্ত থেকে পাইকার ও ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।স্থানীয় এক কৃষকের কাছ থেকে জানা যায়,চলতি বছরের অক্টোবরের আকস্মিক বন্যায় এ উপজেলায় রেকর্ড পরিমান ক্ষয়ক্ষতি হয়। এমতাবস্থায় এ অঞ্চলের আবাদি কৃষি জমি বন্যার পানিতে তলিয়ে যায়। যেহেতু,এখানকার সাধারন মানুষ কৃষির উপর নির্ভরশীল,তাই এ বন্যায় গরু ছাগলের খাবারের তীব্র সংকট দেখা দেয়।

অন্যান্য বছরের তুলনায় ঝানজাইল বাজারে গরু ছাগলের কেনাবেচার হার তুলনামূলক কম,এবং দামেও সস্তা।গবাদি পশুর খাবারের সংকটের কারণে অনেক নিম্ন আয়ের মানুষ তাদের গৃহপালিত পশু বিক্রি করছে তুলনামূলক কম দামে।

স্থানীয় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়,গো খাদ্যের অভাবে অনেকে তাদের পালিত শখের গরু কমদামে বিক্রি করছেন।স্থানীয় এক পশু চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়,বন্যায় ফসল নষ্ট হওয়াতে গরুর খড় ও ধানের খুড়া পর্যাপ্ত মজুদ নেই।,তাই গো খাদ্যের অভাব দেখা দিয়েছে।এতে করে,গবাদিপশুর পর্যাপ্ত খাবার না পেলে, বিভিন্ন প্রকার অসুস্থতা দেখা দিতে পারে।

অনেকে আবার আশেপাশের এলাকা থেকে চড়া দামে মন হিসেবে গরুর খাবার (খড়)কিনে নিয়ে আসছেন।আর বাজারে যেসব খাদ্য কিনে খাওয়াতে হয় যেমন,গমের ভূষি,খৈল ভূট্টা ইত্যাদি খাবারের দাম বেশী থাকায় খামারীরা বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এতে করে নতুন উদ্যোক্তা তৈরীর সম্ভাবনা কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST