ঢাকাThursday , 24 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে বেড়ায় মানববন্ধন।

দেশ চ্যানেল
July 24, 2025 11:30 am
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিতকরণের দাবিতে পাবনা জেলার বেড়া উপজেলার কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

“বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বেড়া উপজেলা শাখা”, নামে একটি সংগঠনের কর্মসূচির আয়োজনে (২৪জুলাই) বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত বেড়া উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ সালাম কর্মসূচিতে বক্তব্য বলেন, বিগত বছরগুলোতে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃৃত্তি কিংবা সমাপনী পরীক্ষায় অংশ নিতে পেরেছে। চলতি বছর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই কারণে বেসরকারি স্কুলে পড়া শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অথচ দেশের প্রাথমিক স্তরের ৩২শতাংশ শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়ছে। তাই সবার জন্য বৃত্তি পরীক্ষা নিশ্চিত করতে হবে।

পরে মানববন্ধন শেষে তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া স্মারকলিপি বেড়া উপজেলা শিক্ষা অফিসার ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের হাতে প্রদান করেন।

র‍্যালিতে আরও গ্যালাক্সি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এস এম সাইফুল ইসলাম, নিউ স্টার প্রি-ক্যাডেট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রাসেল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ সহ অন্যান্য বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST