মোঃ মশিউর রহমান সুমন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ৩জন এমপি প্রার্থী। তারা সবাই প্রভাবশালী হেভিওয়েট প্রার্থী।
এই তিনজন হলেন- বরিশাল -৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদ, বরিশাল -৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ফরিদপুর -৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হক।
দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আলোচিত এই তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি মোঃ ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের পারমিশন নিয়ে শাম্মী আহম্মেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক।
অপরদিকে, বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে শুক্রবার (১৫ডিসেম্বর) দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন নির্বাচন কমিশন।