ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীতা ফিরে পেলেন খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন।

দেশ চ্যানেল
December 21, 2023 3:48 pm
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

সকল জল্পনা কল্পনা অতিক্রম করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার পোনে ৫ টায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে তার প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। সুপ্রিমকোর্টের আফিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম এ রায় দেন। এর আগে আজ দুপুর সাড়ে ১২ টায় হাইকোর্টে তার প্রার্থীতা বাতিল করা হয়। বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই রায় দেয়। সুপ্রিমকোর্টের একাধিক দায়িত্বশীল সুত্রে এ তথ্য জানা গেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। খুলনা জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন তার মনোনয়ন বাতিল করেন। প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। সেখানেও তার প্রার্থীতা বাতিল করা হয়। পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে তার রিট পিটিশন নম্বর ছিল ১৬২৪১। বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে তার দীর্ঘ শুনানী শেষে তার প্রার্থীতা বাতিল করেন বেলা সাড়ে ১২ টায় ।
স্বতস্ত্র প্রার্থী আকরাম হোসেন বলেন, পরে সুপ্রিমকোর্টের আফিল বিভাগে আবেদনের
প্রেক্ষিতে বিকেল পোনে ৫ টায় তার প্রার্থীতা বেধ্য ঘোষনা করেন। তার পক্ষে আইনজীবি ছিলেন সাবেক বিচারপতি ব্যারিষ্টার এ বি এম আলতাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST