মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
প্রেম মানে বাঁধা,প্রেম বুঝে-না দূরত্ব। এবার প্রেম আর ভালোবাসার টানে মনের মানুষটির জন্য হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার ট্রীয়ানী(২২) নামে এক ছুটে আসেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির হাওলাদারের ছেলে জুবায়ের হাওলাদার(২৮) নামে এক সৌদি প্রবাসীর কাছে।
গত(২৮ ডিসেম্বর) শনিবার বিকেলে আসেন।
সরেজমিন সুত্রে জানা যায়, ট্রীয়ানি ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে নার্সে চাকরি করেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে টিকটিক করে গত দুই বছর পূর্বে পরিচয় হয় সৌদি প্রবাসী মোঃ জুবায়ের সাথে।
এই প্রেমের সম্পর্কেই সরাসরি ছুটে আসেন সিঙ্গাপুর থেকে ওই ইন্দোনেশিয়ার তরুণী ট্রীয়ানি।পরে জুবায়ের পরিবার পারিবারিক ভাবে সোমবার ইসলামি নিয়মতান্ত্রিক মেনে আত্মীয়স্বজনে উপস্থিতিতে ধুমধামে বিয়েও সম্পন্ন হয়। মহুর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পরলে এলাকার নারী পুরুষ ছুটে আসেন ইন্দোনেশিয়ার তরুণীকে দেখতে।
প্রবাসী জুবায়ের হাওলাদার এর পিতা হুমায়ুন কবির বলেন, যেহেতু আমার ছেলেকে ভালোবেসে বাংলাদেশে আসছে এবং দুজনেই একে-অপরকে ভালোবাসে,দুজনের ইচ্ছা বিয়ে করে সংসার করবে। এজন্য আমাদের আত্মীয় স্বজন নিয়ে ধুমধামে বিয়ে দেই।
স্থানীয় এলাকাবাসী রহিমা বেগম বলেন, আমরা শুনেছি বিদেশি মেয়ে। তাই দেখতে আসছি।