মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় ১১৫ পিস ইয়বা ও একটি রামদা সহ মোঃ ওবাইদুর খান নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমানের দিক নির্দেশনায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে আসামী ১। মোঃ ওবাইদুর খান, পিতাঃ জিন্দাল খান, সাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে গ্রেফতার করে। এ সময় আসামী ২। রোকন শেখ, পিতাঃ ছরোয়ার মোল্যা, ৩। সাজেদা বেগম, স্বামীঃ মোঃ ওবাইদুর খান, সাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুর পালিয়ে যায়। এ বিষয় এস আই সেলিম মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন। আসমীদের বিরুদ্ধে নগরকান্দা ও ভাঙ্গায় থানায় একাদিক মামলা রয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ও ১টি রামদা সহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।